দ্য ওয়াল ব্যুরো: জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (Joint Entrance Board) নতুন করে প্যানেল তৈরি করতে হবে! বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
এদিন বিচারপতি কৌশিক চন্দ (Justice Kaushik Chanda) জানান, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায় (OBC) নিয়ে হবে নতুন প্যানেল।ওবিসি-র জন্য ৭ শতাংশ সংরক্ষণ থাকবে। আর ১৫ দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে।
বৃহস্পতিবারই জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল। কিন্তু সেটা হয়নি হাইকোর্টের নির্দেশেই। এদিন সকালে আদালত জানিয়েছিল, দুপুরেই রায় দেবেন বিচারপতি। নির্ধারিত সময়ই বিচারপতি চন্দের নির্দেশ এল।
#REL