দ্য ওয়াল ব্যুরো: রাখির উৎসবকে আরও ঝলমল করতে দেশের অন্যতম বৃহৎ গয়নার ব্র্যান্ড সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আনল বিশেষ সব অফার। ভাই-বোনের সম্পর্ক উদযাপনের এই পার্বণে এবার তারা এনেছে সোনা, রূপো ও হিরে দিয়ে তৈরি বিভিন্ন সব রাখি। শুধু ঐতিহ্য নয়, এবার উৎসবের আনন্দে যোগ হল অলঙ্কারের ঝলক।
এই রাখি কালেকশনের নাম ‘Gossip by Senco’। এখানে থাকছে হ্যান্ডক্রাফটেড রূপোর রাখি, অক্সিডাইজড সিলভার, আমেরিকান ডায়মন্ড ও স্টার্লিং সিলভারের নানা ডিজাইন। একইসঙ্গে আছে রুদ্রাক্ষ, ত্রিশূল, ডমরুর মতো স্পিরিচুয়াল প্রতীক সমৃদ্ধ রূপোর রাখি— যা শুধু অলঙ্কার নয়, হয়ে উঠছে আশীর্বাদও।
#REL