শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'ত্রয়ী' ছবির 'এক টানেতে যেমন তেমন' গানে মাতাল কমেডিয়ানকে মনে পড়ে? যার লিপে ছিল 'আবার দেব আনন্দ হিন্দি ফ্লিম ট্লিম কেন বাবা? বাংলায় ফিরে এসো বাবা!' আর ডি বর্মণের সুরে কিশোর কুমারের গানে এই সংলাপ আজও হিট যে অভিনেতার লিপে তাঁর আজ শতবর্ষ। তিনি বম্বের বাঙালি অভিনেতা কেষ্ট মুখার্জী। খুব অকিঞ্চিতকর রোলে কাজ করে গিয়েছেন সারা জীবন। শতবর্ষেও পেলেন না প্রাপ্য সম্মান। ১০০ বছর আগে আজকের দিনেই ১৯২৫ সালের ৭ অগস্ট জন্মেছিলেন কেষ্ট।