অর্ধশতাব্দী পর মহাজাগতিক আকাশে তৈরি হতে চলেছে এক বিরল গ্রহসংযোগ—‘ত্রিগ্রহী রাজযোগ’ (Trigrahi rajyog 2025)। জ্যোতিষশাস্ত্র মতে, এই বিশেষ যোগ মানুষের জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে। বিশেষত মিথুন (Gemini),তুলা (Libra) ও কন্যা রাশির (Virgo) জাতক-জাতিকারা এই সময়ে পাবেন আশাতীত সাফল্য। শুধু তাই নয়, আরও কয়েকটি রাশির জীবনেও এই যোগ নিয়ে আসতে চলেছে সমৃদ্ধি, সুখ, অর্থলাভ ও নতুন সুযোগের সম্ভাবনা।
বিরল যোগের তাৎপর্য