দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিষশাস্ত্রে এক অত্যন্ত শুভ ও শক্তিশালী মহাজাগতিক সংযোগ আসন্ন, লক্ষ্মী নারায়ণ রাজযোগ। বুধ ও শুক্রের বিরল মিলনে গঠিত এই রাজযোগ আগামী দিনে তিনটি রাশির (Horoscope) জাতকদের জীবনে এনে দিতে পারে অবিশ্বাস্য সাফল্য, আর্থিক সমৃদ্ধি ও পারিবারিক সুখ। এই যোগের প্রভাবে দীর্ঘদিনের প্রতীক্ষিত সুযোগ ধরা দিতে পারে এবং জীবন এক নতুন মোড় নিতে পারে।
লক্ষ্মী নারায়ণ রাজযোগ: