দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে বৃষ্টি নিয়ে নাকাল মানুষ, ব্যাহত হচ্ছে সাধারণ জনজীবন। জায়গায় জায়গায় জমে থাকা জল বাড়াচ্ছে অস্বস্তি। তার ওপর বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত চিন্তায় ফেলছে পরিবেশবিদদের। এই পরিস্থিতিতে কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর?
হাওয়া অফিস জানাচ্ছে, এখন মৌসুমী অক্ষরেখা বর্তমানে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মধ্য বাংলাদেশে সক্রিয় ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। উত্তর-পূর্ব আসাম ও সংলগ্ন অরুণাচল প্রদেশে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়া হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড সীমান্তেও রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাব।