দ্য ওয়াল ব্যুরো: অবশেষে কাটল জট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Case) তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattachariya() ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচীর বিরুদ্ধে এবার শুরু হতে চলেছে বিচার প্রক্রিয়া।
গত ৩ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে চূড়ান্ত চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। এছাড়াও পর্ষদের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচীর বিরুদ্ধেও ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যপালের অনুমোদন না থাকায় চার্জগঠন সম্ভব হয়নি।