দ্য ওয়াল ব্যুরো: বাড়ির সামনে স্কুটার পার্কিং করাকে কেন্দ্র করে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ। নিহত ব্যক্তির নাম আসিফ কুরেশি (Asif Qureshi)। নিহত আসিফ বলিউড অভিনেত্রী হুমা কুরেশির (Huma Qureshi) ভাই। এদিকে তাঁর স্ত্রীর দাবি, এর আগেও তাঁর স্বামীর উপর হামলার চেষ্টা করেছিল অভিযুক্তরা।
পুলিশ জানিয়েছে, পূর্ব কাইলাশের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নিয়ে গেলে চিকিৎসকেরা আসিফকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত দুই অভিযুক্ত যুবক, উজ্জ্বল (১৯) ও গৌতমকে (১৮) ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রও।