দ্য ওয়াল ব্যুরো: প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Jail) এক বন্দির মৃত্যুকে ঘিরে ফের প্রশ্নের ঘূর্ণাবর্ত। বুধবার সকালে জেল চত্বরের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল এক বিচারাধীন বন্দির দেহ (Prisoner's mysterious death)। আত্মহত্যা, না কি এর নেপথ্যে অন্য কোনও কারণ—উত্তর খুঁজছে পুলিশ।
জেল সূত্রের খবর, মৃতের নাম সন্দীপ দাস। বয়স ২৯। ঝাড়খণ্ডের বাসিন্দা এই যুবককে বছর খানেক আগে গ্রেফতার করেছিল পুলিশ। ডাকাতি এবং অস্ত্র আইনে মামলা চলছিল তাঁর বিরুদ্ধে। আদালতের নির্দেশে পুলিশ হেফাজত থেকে তাকে পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে।
#REL