দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় পাসপোর্টে ভর করে বিদেশে পাড়ি দেওয়ার ফন্দি। কিন্তু শেষ রক্ষা হল না। কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) অভিবাসন দফতরের তৎপরতায় ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক (Bangladeshi Youth)। বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ( Fake Identity)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সৌমিক বড়ুয়া। বাংলাদেশি পাসপোর্টে তাঁর নাম সৌমিক বড়ুয়া হলেও, ভারতে তিনি বিভাষ রায় নামে পরিচয় দিয়ে পাসপোর্ট সংগ্রহ করেছিলেন। সেই নকল পরিচয়পত্র নিয়েই জার্মানি যাওয়ার চেষ্টা করছিলেন অভিযুক্ত।
#REL