দ্য ওয়াল ব্যুরো: সমাজমাধ্যমে একটি লম্বা পোস্ট লিখেছিলেন। তারপরই অস্বাভাবিক মৃত্যু হল কলকাতার আইসারের (Kolkata ISAR) গবেষক পড়ুয়ার। মৃত গবেষক পড়ুয়ার নাম অনামিত্র রায়, বয়স ২৫ বছর। তিনি পিএইচডি (PhD) তৃতীয় বর্ষের (সিনিয়র রিসার্চ) ছাত্র।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অনামিত্র ওষুধ খেতেন। গতকাল সন্ধের পর মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। রাতে তাঁকে নিয়ে আসা হয় কল্যাণী এইমস (Kalyani AIIMS) হাসপাতালে।
#REL