দ্য ওয়াল ব্যুরো: রাশিয়া-ইউক্রেন (Ukraine war) যুদ্ধ থামাতে এবার সরাসরি উদ্যোগী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আগামী শুক্রবার, ১৫ অগস্ট (August 15) আলাস্কার গ্রেট ইস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের (Putin) সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। ট্রাম্প নিজেই এই খবর নিশ্চিত করেছেন।
ট্রাম্পের দাবি, এই পদক্ষেপ ‘শান্তি চুক্তি’র উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। তবে কূটনৈতিক মহলে জল্পনা— যুদ্ধবিরতির এই চুক্তিতে থাকতে পারে ‘এলাকা বিনিময়’-এর মতো স্পর্শকাতর শর্ত, যা আলোচনার সাফল্যে প্রশ্ন তুলবে বলেই মত সংশ্লিষ্ট মহলের।
#REL