দ্য ওয়াল ব্যুরো: ঘাটালের (Ghatal Flood) শ্যামপুর এলাকায় বন্যার জলে ভেসে থাকা এক ব্যক্তির দেহ উদ্ধার হল (body of the transport worker)। মৃতের নাম রাজীব সিংহ রায় (৪৩), বাড়ি অজবনগর গ্রামে। পেশায় তিনি পরিবহণ কর্মী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার কাজ সেরে বাড়ি ফিরছিলেন রাজীব। পথে বন্যার জলে পড়ে তলিয়ে যান তিনি। পরিবারের দাবি, সেই সময় আর বাড়ি পৌঁছতে পারেননি। নিখোঁজের খবর পেয়ে NDRF-এর সদস্যরা খোঁজ শুরু করেন।
#REL