দ্য ওয়াল ব্যুরো: বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর হামলার ঘটনা এখনও চলমান। প্রায় প্রতিদিনই বাংলাদেশি, রোহিঙ্গা সন্দেহে ভারতীয় বাংলাভাষীদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনা ঘটছে।
এমন পরিস্থিতিতে ভাষা নিয়ে দুটি বড় বিবাদের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত। নভি মুম্বইয়ের কল্যাণ এলাকায় এক ইডলি বিক্রেতা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা-কর্মীদের গণ পিটুনির শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাঠি, রড দিয়ে তাঁকে মারা হয়।