দ্য ওয়াল ব্যুরো: সোমবার সংসদে নয়া আয়কর বিল (New Income Tax Bill 2025) পেশ হবে। এই বিল এর আগে সংসদে পেশ হওয়ার পর সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছিল। কমিটি যে ২৮৫টি সুপারিশ করেছে তার বেশিরভাগই গ্রহণ করা হয়েছে। এখন প্রশ্ন হল, সংশোধিত নতুন আয়কর বিলে কী কী পরিবর্তন করা হয়েছে। দেখে নেওয়া যাক? সেগুলো দেখে নেওয়া যাক এক নজরে-
১. কর ফেরত: পূর্ববর্তী খসড়ায় যে বিধান ছিল, "যদি আয়কর রিটার্ন সময়মতো দাখিল না করা হয় তবে কর ফেরত পাওয়া যাবে না," তা সংশোধিত সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন, সময়সীমা অতিক্রম করলেও কর ফেরত দাবি করা যাবে।
#REL