দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা সন্দেহ করে আসছেন, আমাদের গাট হেলথ (পেটের সুস্বাস্থ্য) ও ব্রেনের মধ্যে এক বিশেষ সংযোগ রয়েছে। এক ধরনের স্নায়ুরোগ পারকিনসন যা আজ ক্রমশ স্নায়ু সংক্রান্ত চিকিৎসার জগতে বেশ চিন্তার বিষয় হয়ে উঠেছে, তার সূচনায় পেটের স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সম্প্রতি জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় অন্ত্রে থাকা এমন কিছু জীবাণু চিহ্নিত হয়েছে, যা শরীরে রাইবোফ্ল্যাভিন (ভিটামিন বি২) ও বায়োটিন (ভিটামিন বি৭)-এর মাত্রা কমিয়ে দেয়। এই নয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে, পারকিনসনের চিকিৎসায় হয়তো সহজ উপায় হতে পারে - ভিটামিন বি সাপ্লিমেন্ট।