দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশিদের আধার কার্ড ও ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক সিপিএম নেতা (CPM leader arrested)। উত্তর ২৪ পরগনার বাগদার (Baghdad) সিন্দ্রানী এলাকা থেকে ধরা পড়েছেন স্বপন সাধু (পেশায় স্কুলের ক্লার্ক)। অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ভুয়ো নথি তৈরির কারবার চালাচ্ছিলেন (Aadhaar-voters of Bangladeshis)।
সাম্প্রতিক সময়ে বনগাঁ-বাগদা সীমান্তে বারবার ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। পুলিশের জালে ধরা পড়েছে একাধিক দালালও। সেই সূত্র ধরেই শুরু হয় ভুয়ো নথি কারবারিদের খোঁজ। ধৃত অনুপ্রবেশকারীদের জেরা করে উঠে আসে স্বপন সাধুর নাম।
#REL