দ্য ওয়াল ব্যুরো: আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়ল (ITR Last Date)। সোমবার আয়কর দফতর (Income Tax) জানিয়েছ, অর্থবর্ষ ২০২৫-২৬ (Assessment Year 2025-26)–এর জন্য রিটার্ন জমা দেওয়ার নতুন সময়সীমা ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার অর্থাৎ আজ পর্যন্ত। এর আগে শেষ দিন ধার্য হয়েছিল ১৫ সেপ্টেম্বর। মূলত ই-ফাইলিং পোর্টালের প্রযুক্তিগত সমস্যার জেরেই এই সিদ্ধান্ত।
প্রথমে গত ৩১ জুলাই ছিল রিটার্ন দাখিলের শেষ সময়সীমা। পরে তা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছিল। এবার ফের একদিন সময় বাড়াল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)।