দ্য ওয়াল ব্যুরো: বড় বড় নেতাদের নিয়ে সাধারণ মানুষের উন্মাদনা কিছু কম নয়। অনেকে আবার নিজেকে ভীষণ বড় অনুরাগী বলে দাবিও করেন। এবার, উত্তরপ্রদেশের লখনউয়ের এক যুবতী হাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখের ট্যাটু করিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন।
হিমাংশি নামের ওই তরুণী শুধু তাঁর মুখের ট্যাটু-ই নয়, তার সঙ্গে হিন্দিতে লিখিয়েছেন 'মাননীয় প্রধানমন্ত্রী'। এই অদ্ভুত মিশ্রণ যেমন অনেকের প্রশংসা কুড়িয়েছে, তেমনই তৈরি করেছে বিভ্রান্তি। কিছু মানুষ এটা দেখে বেশ মজাও পেয়েছেন।
#REL