দ্য ওয়াল ব্যুরো: সারাবছর কাজের ফাঁকে লম্বা ছুটি মেলে না বললেই চলে। অফিসে বসের রাগী মুখ ভেবে অনেকেই ছুটির আবেদন করতেও সাহস পান না। তাই দুর্গাপুজোর ছুটিই হয়ে ওঠে বছরের সেরা বেড়ানোর সময়। আলাদা করে ছুটি নিতে হয় না, সমস্যাও হয় না বললেই চলে।
তবে পুজোয় বাজেটও একটা বড় প্রশ্ন। উপহার, নতুন জামাকাপড়, নানান খরচের মাঝে বেড়ানোর খরচ জোগাড় করতে নাভিশ্বাস ওঠে। চাইলে ৮-১০ হাজার টাকার মধ্যে (যাতায়াত বাদে) বেশ কিছু পাহাড়ি জায়গায় কয়েকদিনের জন্য ঘুরে আসতে পারেন, রইল খোঁজ।
#REL
চারখোল