দ্য ওয়াল ব্যুরো: 'জন গণ মন বন্দে মাতরম, বাংলা ভাষা মায়ের সমান', ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে গর্জে উঠল মোহনবাগান (Mohun Bagan)। শনিবার ডুরান্ড কাপের (Durand Cup) ম্যাচে গ্যালারিতে প্রতিবাদে সোচ্চার হলেন সমর্থকরা। গত বুধবার এই প্রতিবাদের সুর শোনা গিয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের গলায়।
এদিন মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ছিল ডায়মন্ড হারবার। ম্যাচের প্রথম থেকেই ব্যানারে ছয়লাপ গ্যালারি। কোনওটায় লেখা, 'জন গণ মন বন্দে মাতরম, বাংলা ভাষা মায়ের সমান'। কোথাও লেখা, 'শহিদের রক্ত, কবির নোবেল। ভারতের মুকুট বাংলা জুয়েল।'
#REL