দ্য ওয়াল ব্যুরো: আরজি করকাণ্ডের (RG Kar Case) একবছর পূর্তির দিনেই অপরাজিতা বিল নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেন, 'অপরাজিতা বিল' (Aparajita Bill) ফেরত দিয়ে বিজেপি প্রমাণ করে দিয়েছে, বেটি বাঁচাও, বেটি পড়াও, তাঁদের কাছে কেবল লরি ট্রাকের পিছনে লেখা একটি স্লোগান।'
এদিন এক ভিডিও বার্তায় সায়নী ঘোষ বলেন, 'আজ থেকে ঠিক একবছর আগে আরজি করের মতো একটা নৃশংস ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের মানুষকে ব্যথিত করেছিল। সবার মনে একটা গভীর ছাপ ফেলেছিল। আমাদের দল, সরকার, মাননীয়া মুখ্যমন্ত্রীর, নির্যাতিতার পরিবারের প্রতি সবার সমবেদনা অটুট।'