দ্য ওয়াল ব্যুরো: ভোট কারচুপির অভিযোগ ঘিরে ফের মুখোমুখি বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার কমিশনের তরফে ফের জানিয়ে দেওয়া হল, রাহুলের সামনে দুটি পথ, হলফনামা অথবা ক্ষমা (Affidavit or Apologize)।
ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা অভিযোগ করেন, কর্নাটক, মহারাষ্ট্র ও হরিয়ানায় ‘ভুয়ো ভোটার’ যুক্ত করে ব্যাপক ভোট চুরি হয়েছে।
#REL