দ্য ওয়াল ব্যুরো: শনিবার রাতে মৃত্যুফাঁদে পরিণত হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া (Panskura) থানা এলাকার সিদ্ধা বাজার।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর: কোলাঘাট থেকে মেছোগ্রামগামী বেপরোয়া গতির একটি ১৬ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা অন্তত চারটি দোকান পিষে দেয় (lorry accident)। রাত ৮টা ১৫ মিনিট নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় ৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা ৭ থেকে ৮ পর্যন্ত পৌঁছতে পারে।
#REL