দ্য ওয়াল ব্যুরো: ভারতে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ৫.৩৫ লক্ষেরও বেশি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া গিয়েছে মাত্র ছ’মাসে, সম্ভব হয়েছে যোগাযোগ মন্ত্রকের ‘সঞ্চার সাথী’ উদ্যোগে। একই সময়ে এই প্রকল্পের মোবাইল অ্যাপ ৫০ লক্ষেরও বেশি বার ডাউনলোড হয়েছে বলে জানাচ্ছে রিপোর্ট।
ইংরেজি, হিন্দি এবং ২১টি আঞ্চলিক ভাষায় পাওয়া যায় 'সঞ্চার সাথী' অ্যাপ। ফোন বা এসএমএস লজ থেকে সরাসরি সন্দেহজনক কল বা বার্তা রিপোর্ট করা, নিজের নামে রেজিস্টার হওয়া সব মোবাইল নম্বর চেক করা, হারানো বা চুরি হওয়া ডিভাইস ব্লক ও ট্রেস করা, কেনার আগে হ্যান্ডসেটের সত্যতা যাচাই, সবই করা যায় এই অ্যাপের মাধ্যমে।
#REL