দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার এক সরকারি কলেজে র্যাগিংয়ের শিকার প্রথম বর্ষের ছাত্র। মারধর ও বিদ্যুৎ শক দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা জগতে।
ঘটনাটি ঘটেছে দাচেপল্লি গভর্নমেন্ট জুনিয়র কলেজে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একদল সিনিয়র ছাত্র প্রথম বর্ষের এক ছাত্রকে হস্টেলে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করছে এবং বিদ্যুৎ শক দিচ্ছে।
#REL
অভিযুক্তরা দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সকলে নাবালক। এমনকি, কলেজের বাইরের একজনও এই ব়্যাগিংয়ে সহায়তা করেছে বলে অভিযোগ। ঘটনার ভিডিও তুলে নির্যাতিতকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।