দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের ট্র্যাফিক জ্যাম বিখ্যাত। সে নিয়ে চর্চা হয় দেশের সর্বত্র। এই ট্র্যাফিক জ্যামের জেরেই থেমে গেল একটা জীবন। মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার পরও সময়মতো হাসপাতালে পৌঁছতে না পেরে প্রাণ গেল মহারাষ্ট্রের পালঘর জেলার ৪৯ বছরের ছায়া পুরভের।
ঘটনাটি একদিকে যেমন জাতীয় সড়কের ভয়াবহ যানজটের ছবি স্পষ্ট করেছে, তেমনই ফের তুলে ধরেছে পালঘরের স্বাস্থ্য পরিকাঠামোর করুণ দশা।
#REL