দ্য ওয়াল ব্যুরো: পৃথিবীর জনসংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। খাদ্য উৎপাদনের চাপও বাড়ছে সমান তালে। কিন্তু অপর দিকে কমে যাচ্ছে উর্বর জমির পরিমাণ। এই সমীকরণ মেলাতে গিয়ে ভবিষ্যতের কৃষিকে নতুন দিশা দেখাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি সুইডেনের গবেষকেরা উদ্ভাবন করেছেন এক অভিনব চাষের মাধ্যম, যার নাম ‘ইলেকট্রনিক সয়েল’ বা বৈদ্যুতিক মাটি।
এটি সাধারণ কোনও মাটির প্রকার নয়। বরং এক ধরনের সাবস্ট্রেট বা কৃত্রিম পরিবেশ, যেখানে গাছ চাষ করা হয় বিদ্যুতের সাহায্যে। আর তার ফল? গবেষকদের দাবি, এই ই-মাটিতে যখন যবজাতীয় গাছ লাগানো হয়, তখন মাত্র ১৫ দিনের মধ্যেই গাছের শিকড় ৫০ শতাংশ বেশি বেড়ে যায়।