দ্য ওয়াল ব্যুরো: রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে (১৬৫৩ জিএমটি) পশ্চিম তুরস্কের সিনদিরগি এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি (AFAD) জানিয়েছে, কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র ইজমির-সহ পশ্চিমাঞ্চলের একাধিক শহরে।
এর কিছুক্ষণের মধ্যে ফের ভূমকম্প অনুভূত হয়। প্রথম কম্পনের আফটার শক। রিখটার স্কেলে মাত্রা ৪.৬।
#REL