দ্য ওয়াল ব্যুরো: পণের দাবিতে নয়ডায় স্বামী ও শ্বশুরবাড়ির হাতে খুন তরুণী। নিক্কি খুনের ঘটনায় স্বামী ও শাশুড়িকে রবিবার গ্রেফতার করে পুলিশ। এবার ধরা হল আরেক অভিযুক্ত অর্থাৎ নিক্কির দেওর রোহিত ভাটি ও শ্বশুর সত্যবীরকে।
গ্রেটার নয়ডার এই ঘটনায়, নৃশংসতায় শিউরে উঠেছে দেশ। অভিযোগ, নিক্কিকে ৩৬ লক্ষ টাকার পণের দাবিতে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত গায়ে তেল ঢেলে পুড়িয়ে মারা হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছিল দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে। বৃহস্পতিবার, ২১ অগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
#REL