দ্য ওয়াল ব্যুরো: রাজনীতি না পারিবারিক অশান্তি? বারুইপুরে বিজেপির এক যুবনেতার মৃত্যু ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য।
মৃত যুবকের নাম রাজীব বিশ্বাস (২২)। তিনি বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১২৯ নম্বর বুথের বিজেপি সভাপতি ছিলেন। দলীয় নেতৃত্বের অভিযোগ, ৮ অগস্ট রাতে রাজীবকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করে খুন করা হয়। অভিযোগের তির সরাসরি শাসক দল তৃণমূলের দিকে।