দ্য ওয়াল ব্যুরো: রবিবার নয়ডা থেকে গ্রেফতার হয়েছেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। ধরা পড়েছেন তাঁর ছেলে-সহ মোট ছ’জন। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতার বেলেঘাটা স্থানীয়রা।
এলাকার বাসিন্দাদের দাবি, বিভাস কিছুদিন আগে বেলেঘাটায় একটি বাড়ি ভাড়া নেন। সেখানে মাঝেমধ্যেই নীল-লাল বাতি লাগানো গাড়ি আসত। অনেকের বক্তব্য - “আমাদের এলাকা শান্ত ছিল। উনি আসার পর থেকেই পরিবেশ থমথমে হয়ে যায়। বাউন্সার ছিল তিন-চারজন। কোমরে থাকত আগ্নেয়াস্ত্র। সবাই পাঞ্জাবি সিকিউরিটি, দেখে মনে হত সিনেমার কনভয় ঢুকছে।”
#REL