দ্য ওয়াল ব্যুরো: পদত্যাগ করলেন কর্নাটকের সমবায় মন্ত্রী কেএন রাজন্য। ভোটার তালিকায় কারচুপির ইস্যুতে কংগ্রেসের নেতৃত্বে যখন বিরোধীরা নির্বাচন কমিশন অভিযান করছে তখন রাজন্যর একটি মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়। দিল্লি থেকে। কংগ্রেস হাইকমান্ড মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে নির্দেশ দেন, সমবায় মন্ত্রীকে বরখাস্ত করতে। প্রবীণ মন্ত্রীকে বরখাস্ত না করে পদত্যাগ করতে বলেন মুখ্যমন্ত্রী।
গত ৭ মে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী দাবি করেন, গত লোকসভা ভোটে অন্তত ৭০-৭৫টি আসনে বিজেপি কারচুপি করে।জিততে।