দ্য ওয়াল ব্যুরো: বলিউডের রূপালি পর্দায় একসময় রাজত্ব করেছেন করিশ্মা কাপুর। নব্বইয়ের দশকে প্রথমসারির সব নায়কের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। তার সাবলীল অভিনয় আর অনবদ্য নৃত্যশৈলী তাকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার শিখরে। বর্তমানে যদিও লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন করিশ্মা, মাঝে মাঝে বলিউডের কোনও পার্টি বা বন্ধুদের আড্ডায় দেখা মেলে তার।
মাত্র ১৬ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন করিশ্মা। তখনকার দিনগুলো আজকের চমকপ্রদ বলিউডের তুলনায় ছিল সম্পূর্ণ আলাদা। সেই স্মৃতিগুলোই সম্প্রতি মনে করলেন ‘লোলো’।
#REL