দ্য ওয়াল ব্যুরো: ফুটবলের বাজারে অনেক কিসিমের সই হয়। কিছু চুক্তি নিছক খবর নয়—হয়ে ওঠে ঘোষণা… বিপক্ষ শিবিরকে ছোড়া নীরব চ্যালেঞ্জ!
লিয়াম দেলাপকে চেলসির দলে টেনে আনা তেমনই এক ঘটনা। ২১ বছরের এই ইংরেজ স্ট্রাইকারকে কেন আগামী মরশুমে ক্লাবের উঠতি তারকা আর ইংল্যান্ডের ভাবী স্ট্রাইকার হিসেবে ভাবা হচ্ছে, তার পেছনে আছে নির্ভেজাল যুক্তি আর নিশ্ছিদ্র পরিসংখ্যান!