দ্য ওয়াল ব্যুরো: কলার চিপস এমন এক স্ন্যাকস, যার লোভ সামলানো দায়। মুচমুচে, স্বাদে ভরপুর আর হাতের নাগালে পাওয়াও যায়। বাড়িতে অলস বিকেল হোক বা বাইরে যাওয়ার তাড়াহুড়ো, কলার চিপস সবসময়ই মেটায় স্ন্যাকসের খিদে। একবার খাওয়া শুরু করলে থামা যেন অসম্ভব!
কিন্তু কখনও ভেবেছেন, এই চিপস আসলে কীভাবে তৈরি হয়? দিল্লির বিবেক বিহারে রাস্তার ধারে এক ফুড স্টলের বিক্রেতা সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিওতে স্বাদের আসল রহস্য খোলসা করেছেন। তা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
#REL