দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ভিআইপি রোডের একটি হোটেল (Kolkata Hotel) থেকে সোমবার উদ্ধার হল এক বিএসএফ জওয়ানের দেহ (BSF Jawan Death)। মৃতের নাম মঙ্গল ভিলান (৪৩), পাঞ্জাবের বাসিন্দা। দিল্লির সিজিও কমপ্লেক্সে (Delhi CGO Complex) তাঁর কর্মস্থল ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই এক মাসের ছুটি নিয়ে বাড়ি গেছিলেন মঙ্গল। ৩ অগস্ট পাঞ্জাব থেকে বিমানে কলকাতায় আসেন তিনি। ৭ তারিখ কাজে যোগ দেওয়ার কথা থাকলেও দিল্লি ফেরার বদলে কলকাতার ওই হোটেলে উঠেছিলেন।
#REL