দ্য ওয়াল ব্যুরো: সিবিআই তদন্তে অনাস্থা জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছিলেন আরজি করের (RG Kar Case) নির্যাতিতার পরিবার। মঙ্গলবার সেই মামলার শুনানিই পিছিয়ে গেল। রাজ্যের হলফনামার জবাব হিসেবে হলফনামা জমা দিতে চেয়ে আবেদন জানান পরিবারের আইনজীবী। আগামী ২৭ অগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আরজি কর মামলায় সিবিআই তদন্তের সন্তুষ্ট নয় নিহত তরুণী চিকিৎসকের পরিবার। আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। সিবিআই চার্জশিটের উপরে অনাস্থা প্রকাশ করেন তাঁরা।
#REL