দ্য ওয়াল ব্যুরো: শহরের বুকে ফের ডেঙ্গির থাবা (Dengue)। প্রাণ হারালেন বালিগঞ্জের বাসিন্দা (Ballygunge painter) প্রবীণ চিত্রশিল্পী স্বরূপ মুখোপাধ্যায় (৭৫)। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ৯ অগস্ট রাতেই তাঁর মৃত্যু হয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সানি পার্কে থাকতেন স্বরূপবাবু। ডেঙ্গির উপসর্গ নিয়ে গত সপ্তাহের গোড়ার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
#REL