দ্য ওয়াল ব্যুরো: অগস্ট মাস শুরু হতেই আকাশে দেখা দিয়েছে গ্রহদের মহাজাগতিক খেলা। জ্যোতিষশাস্ত্রবিদদের মতে, এই সময় গ্রহ-নক্ষত্রের বিশেষ অবস্থান প্রত্যেক মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। একদিকে আসছে নতুন সুযোগ, অন্যদিকে হঠাৎ দেখা দিতে পারে চ্যালেঞ্জ।
অগস্টে গ্রহদের এদিক ওদিক: জ্যোতির্বিজ্ঞান যা বলছে
প্রতি বছর অগস্ট মাস মহাকাশপ্রেমী এবং জ্যোতির্বিজ্ঞানীদের কাছে বিশেষ। কারণ, এই সময় আকাশে বিভিন্ন গ্রহের চলাচল স্পষ্ট দেখা যায়। সূর্য, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, রাহু ও কেতু—এই মাসে একাধিক গ্রহ তাদের রাশি বা গতিপথ পরিবর্তন করছে।