দ্য ওয়াল ব্যুরো: ময়ূরাক্ষীর বুক চিরে দাঁড়িয়ে থাকা ৭৪ বছরের পুরনো তিলপাড়া জলাধার (Tilpara Devastated by Dam Breach) আজ সঙ্কটের মুখে। বাঁধের অন্তত ১০টি গেটের ওয়াটার ডিভাইডারে বড়সড় ফাটল, কোথাও কোথাও আংশিক ধসও। এর জেরে জলাধার জলশূন্য করে জরুরি সংস্কারের পথে হাঁটল প্রশাসন।
ইতিমধ্যেই কেন্দ্রীয় জল কমিশনের বিশেষজ্ঞ দল পরিদর্শন করেছেন জলাধার এলাকা। নেতৃত্বে রয়েছেন বিশেষজ্ঞ জুলফিকার আহমেদ। তাঁর পরামর্শে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মেরামতির কাজ।
#REL