দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের (RG Kar Case) এক বছর পার হয়েছে। কিন্তু এখনও সম্পূর্ণ ন্যায়বিচার মেলেনি বলেই দাবি। গত শুক্রবার এই ইস্যুতে একদিকে হয়েছিল 'রাত দখল', শনিবার হয়েছিল নবান্ন অভিযান। তার ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। আগামী ১৪ অগস্টও (14 August) একাধিক কর্মসূচি রয়েছে প্রতিবাদীদের। তার মধ্যেই যুক্ত হল গণকনভেনশন (Mass Convention)।
ডাক্তার তরুণীর মৃত্যুর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী ১৪ অগস্ট নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। আয়োজকদের আহ্বান, ন্যায় ও মানবাধিকারের স্বার্থে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই উদ্যোগে যোগ দিতে হবে।
#REL