দ্য ওয়াল ব্যুরো: ভারতে সরাসরি বিদেশি বিনিয়োগে (FDI) নেমেছে এক নজিরবিহীন ধস। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, বিনিয়োগের পরিমাণ ৯৬ শতাংশ কমে গেছে, যা দেশের অর্থনীতিতে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। এক ধাক্কায় এত বড় পতন ভারতের কর্মসংস্থান, শিল্পোন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধির গতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদেশি পুঁজি টানতে যখন ভারত সরকার নানাভাবে উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনই এই পতন ভবিষ্যৎ অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
অর্থনীতিতে অশনি সংকেত: ৯৬ শতাংশ কমে এফডিআই