দ্য ওয়াল ব্যুরো: আপনি কি মনে করেন আপনার ভাগ্য ঠিকঠাক নির্ধারিত? জ্যোতিষশাস্ত্রের (Astrology) দৃষ্টিতে গ্রহগুলোর অবস্থান ও তাদের 'কারকতা' সরাসরি মানুষের জীবনপথে প্রভাব ফেলে। প্রাচীনকাল থেকে লোকের বিশ্বাস—প্রতিটি গ্রহের নির্দিষ্ট প্রভাব আছে, যা আমাদের চরিত্র, কর্মফল ও ভবিষ্যতকে ছোঁয়। শনি, মঙ্গল, বুধ—এসব গ্রহ কিভাবে আমাদের জীবনের প্রতিটি মোড়েই অদৃশ্যভাবে কাজ করে, তা বোঝা জীবনের গোপন কিছু রহস্য খুলে দিতে পারে এবং ভাগ্য পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জ্যোতিষশাস্ত্র ও গ্রহের পরিচিতি