দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুৎ অপূর্ব, মনোহর। কিন্তু বিপজ্জনক। ঠিক যেমন জসপ্রীত বুমরাহর বোলিং অ্যাকশন!
দিল্লির শীতের সকাল। নেটে বল হাতে বুমরাহ। ছোট রান-আপ। তারপর অল্প জাম্প দিয়ে পায়ের গতি হঠাৎ বেড়ে যাওয়া। ঘুরে উঠল কাঁধ। তারপর কবজির মোচড়ে বল ছিটকে বেরনোমাত্র মুহূর্তের মধ্যেই উড়ে গেল স্টাম্প!