দ্য ওয়াল ব্যুরো: লজ্জার হার। অপ্রত্যাশিত বিপর্যয়। তাসের ঘরের মতো পাকিস্তানের (Pakistan) ব্যাটিং লাইন আপের ভেঙে পড়াকে এর চাইতে অন্যভাবে ব্যাখ্যা করা যায় না।
ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজ নির্ধারণী ম্যাচে মাত্র ৯২ রানে গুটিয়ে গেল বাবর আজমের (Babar Azam) দল। জয়ের জন্য ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দাঁড়াতেই পারল না পাক ব্রিগেড। ২০২ রানের বিশাল জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। পেল ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ৩৪ বছর পর দ্বিপাক্ষিক একদিনের সিরিজ জয়ের স্বাদ!