দ্য ওয়াল ব্যুরো: রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে খুড়তুতো ভাই বরুণের যোগাযোগ আছে। উৎসব অনুষ্ঠানে কাকিকা অর্থাৎ বরুণের মা মানেকার সঙ্গেও ফোনে কথা হয় রাহুল-প্রিয়াঙ্কার (Rahul Gandhi-Sonia Gandhi)। মুখোমুখি দেখাসাক্ষাৎ বন্ধ। বছর পঁয়তাল্লিশ আগে মানেকা শ্বশুর বাড়ি অর্থাৎ ইন্দিরার সংসার থেকে বেরিয়ে আসার পর বড় জা সনিয়ার সঙ্গে কথা হয়নি মানেকার।
পারিবারিক বিবাদ কালের নিয়মে মিটে গেলেও রাজনৈতিক বিভেদ আছেই। মানেকা ও বরুণ বহুকাল বিজেপিতে। মা এখনও সাংসদ। ছেলে প্রাক্তন সাংসদ।
#REL