দ্য ওয়াল ব্যুরো: দশম স্থান হাতছাড়া মাত্র দুই নম্বরে! অভিযোগ, উত্তরপত্রে ওভাররাইট করে ইচ্ছাকৃতভাবে নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। হুগলির আরামবাগের আলিপুর সন্তোষ সাধারণ বিদ্যাপীঠের ছাত্রী দিশানী হাজরা দাবি করেছেন, কারচুপি না হলে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Results) তিনি প্রথম দশের মধ্যে থাকতেন।
দিশানীর প্রাপ্ত নম্বর ছিল ৬৮১। আর মেধাতালিকায় দশম স্থানে থাকা ছাত্রীর নম্বর ৬৮৩। নিজের উত্তরপত্রের প্রতিলিপি হাতে পেয়েই দিশানীর দাবি, একাধিক প্রশ্নে পরীক্ষক পূর্ণ নম্বর দিলেও পরবর্তীতে তা ওভাররাইট করে কেটে দেওয়া হয়েছে।