দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ের মানিকপুরে এক চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পুলিশ জানিয়েছে, ২৭ বছরের এক মহিলা পুরুষের ছদ্মবেশে নিজেরই দিদির শ্বশুরবাড়িতে ঢুকে ১.৫ কোটি টাকারও বেশি মূল্যের গয়না চুরি করেছেন। অভিযুক্তের নাম জ্যোতি মোহন ভানুশালী।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। অভিযুক্তকে সেদিনই গুজরাতের নবরসী থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুরুষের বেশে দিদির শ্বশুরবাড়িতে যান। ৬৬ বছরের বৃদ্ধ শ্বশুর বাড়িতে একাই থাকতেন। বাড়িটি দেখতে চাওয়ার অজুহাতে পুরুষবেশী ওই মহিলা ভেতরে ঢোকেন।
#REL