দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি-কাণ্ডে (Rose Valley) চুক্তিপত্র প্রকাশ করে অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) দিকে সরাসরি আঙুল তুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
এবার সেই ঘিরেই শুরু হল আইনি লড়াই (Legal notices)। একে অপরকে পাঠানো হল মানহানির নোটিস। মিঠুনের হয়ে নোটিস পাঠালেন তাঁর আইনজীবী, পাল্টা চিঠি গেল কুণালের পক্ষ থেকেও।
#REL